নবায়যোগ্য জ্বালানি নীতিমালায় ঘোষিত লক্ষমাত্রা অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। স্রেডা নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, তদারকিকরণ, বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় সাধন, সরকারী-বেসরকারী বিনিয়োগ উৎসাহিতকরণ ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। SREPGen প্রকল্পের সহায়তায় National Solar Energy Roadmap, 2021-2041 প্রণয়ন করা হয়েছে, যা চুড়ান্তকরণের অপেক্ষায় রয়েছে।(DRAFT---National-Solar-Energy-Roadmap-2021---2041)